শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১৪ কোটি ২২লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাই পন্য জব্দ, আটক ১১

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে অভিযান অব্যাহত রেখেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা। গত (নভেম্বর) মাসে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪কোটি ২১লাখ ৮০হাজার টাকার মূল্য মানের ২লাখ ৪৮হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসব ঘটনায় তিন রোহিঙ্গাসহ ১১জনকে আটক করে থানায় ১১টি মামলা করা হয়েছে।

(৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এসব তথ্য জানান।র‌্যাব সূত্র জানা যায়, ইয়াবার উৎসভূমি হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক নির্মূল করতে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব সদস্যরা। তারই সূত্র ধরে গত (নভেম্বর) মাসে টেকনাফ র‌্যাব-৭ সদস্যরা জল-স্থলপথ, বসতবাড়ি ও চেকপোস্টে অভিযান চালিয়ে ২ লাখ ৪৮ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া একটি বিদেশী পিস্তল, ১টি দেশীয় অস্ত্র, বুলেট, ১৪ ক্যান বিয়ার,৫৭ হাজার ৩৫০ প্যাকেট সিগারেট উদ্ধার করেছে। ওই সময় মাদক পাচারের ব্যবহৃত ১টি ট্রাক, ১টি বাস ও ১টি সিএনজিও জব্দ করা হয়। এ ঘটনায় তিন রোহিঙ্গাসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১১টি মামলা দায়ের করা হয় মডেল থানায়।

এ ব্যাপারে টেকনাফ-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, মাদক নির্মূল করতে সীমান্তে র‌্যাবের তৎপর অব্যাহত রয়েছে। গত (নভেম্বর) মাসে প্রায় আড়াই লাখ পিস ইয়াবাসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। তার মধ্যে উদ্ধার তিন রোহিঙ্গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ১০জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে এবং র‌্যাবের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়