শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা!

মো. সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সিংগাইর উপজেলার মানিকনগর বাজার জামে মসজিদ সংলগ্ন ভাড়াটিয়ার ৭ বছরের শিশু কন্যাকে ওই বাড়ির মালিকের পুত্রের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে। সিদ্দিক বিশ্বাসের পুত্র অভিযুক্ত হাসান (৪৫) ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মীমাংসার আশ্বাসে থানায় মামলা হয়নি বলে ভিকটিমের পরিবার জানিয়েছে।

সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হাসান বিশ্বাস প্রলোভন দেখিয়ে বাসার ভাড়াটিয়ার ৭ বছরের শিশু কন্যাকে গত শুক্রবার বিকেলে দু’তলায় নিয়ে নির্জন কক্ষে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে ব্যর্থ হয় এবং শিশুটিকে ঘটনা প্রকাশ না করতে ভয় ভীতিও দেখায় হাসান। ভীত সন্ত্রস্থ শিশুটি এক পর্যায়ে পরিবারকে বিষয়টি খুলে বলে। ঘটনাটি ধামাচাপা দিতে গত সোমবার থেকে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলে। বিচারের আশ্বাসে থানায় মামলা করেননি বলে শিশুটির বাবা স্থানীয় সাংবাদিকদের বলেন।

তিনি আরো জানান, আমার মেয়ের সাথে এমন ঘটনার পর ওই বাড়ি ছেড়ে আমি পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত হাসান বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি শুনে আমার বাবা ছোট ভাই হাসানকে জুতাপেটাসহ শিশুটির পিতার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছেন। তারপরেও যদি সন্তুষ্ট না থাকে তাদেরকে উপযুক্ত বিচার দেয়া হবে। সেই সাথে তিনি এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়