শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ

কাজী বাবলা, পাবনা প্রতিনিধি: পাবনার ভারাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত দুইজনের মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপরে শহরে বিক্ষোভের সময় হত্যাকান্ডের সাথে জড়িত দাবি করে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে মঙ্গলবার দুপরে কড়া নিরপত্তার মধ্য দিয়ে নিহত লস্কর খান ও আব্দুল মালেকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। মরদেহ দাফন শেষে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

মঙ্গলবার সকাল থেকে নিহত দুইজনের মরদেহ নিতে ভাড়ারা এলাকা থেকে কয়েক হাজার নারী পুরুষ পাবনা জেনারেল হাসপাতালে ভীর করে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ ময়না তদন্ত শেষে নিহত লষ্কর খানের ছেলে সুলতান আহমেদের নিকট মরদেহ দুটি হস্তান্তর করে। মরদেহ নিয়ে কড়া পুলিশি প্রহরায় গ্রামে ফেরার পথে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

হত্যাকান্ডের সাথে জড়িত দাবি করে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানের গ্রেফতার ও ফাঁসি দাবি করে সুলতান আহমেদ বলেন, আগামী তিনদিনের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে পুরো পাবনা শহর অবরোধ করে অচল করে দেওয়া হবে।

নিহত লস্কর খানের পুত্র সুলতান খান আরো বলেন, বিগত ইউপি নির্বাচনে আবু সাইদ খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আমার উপর ক্ষিপ্ত হয় সে। এরই জেরে আমাকে হত্যার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় আবু সাইদ খান সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে আমাদের বাড়ির উপর হামলা করে নির্বিচারে গুলি চালিয়ে আমার বাবা ও চাচাকে হত্যা করেছে। ইতিপূর্বেও ২০১৬ সালে আমার ও আমার লোকজনের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয় আবু সাইদ। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে সাঈদ চেয়ারম্যান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দলের নাম ভাঙ্গিয়ে নদী থেকে অবৈধভাবে বালি উত্তেলনসহ এমন কোন অপকর্ম নেই যে সে বা তার লোকজন করেন না। আমি আবু সাইদ খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ঘটনার বিষয়ে ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান বলেন, সোমবারের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। সুলতানের সাথে আমার কোন পূর্ব বিরোধ নেই। শত্রুতাবশত সুলতান এই ঘটনার সাথে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। ইউপি নির্বাচনে হেরে আমার ক্ষতি করার চেষ্টা করছে। সুলতান আওয়ামী লীগের কেউ নয়, তার পরিবার জামাত-বিএনপির এজেন্ট এবং সে জাসদ করতো।

পাবনা সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন বলেন, সুলতান আহমেদ দুই বছর পূর্বে আওয়ামী লীগের যোগ দিয়েছেন। তবে এই ঘটনা রাজনৈতিক নয়। ব্যক্তিগত বিরোধের কারণে হয়েছে। আমরাও এই হত্যাকান্ডের বিচার দাবি করি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জালাল উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যার সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত থানা মামলা দায়ের হয় নাই। ওই এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ খয়ের বাগান এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরঙ্গবাদ খয়েরবাগান গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে আব্দুল মালেক ও মৃত গহের আলী খানের ছেলে লষ্কর আলী খান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়