শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো অপশক্তি নৌকার বিজয় আটকাতে পারবে না : এমপি এনামুল হক

জিল্লুর রহমান, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী দুই বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নৌকার বিরোধীতা করে কোন লাভ নেই। জনগনই নৌকার বিজয় নিশ্চিত করবে। কোন অপশক্তি নৌকার বিজয় আটকাতে পারবেনা। জাতির জনকের নৌকা কেবলই দেশের কর‌্যাণে কাজ করেছে। দেশের কোন অপশক্তির কাছে মাথা নতো করেনি। তাই দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উন্নয়নের নির্বাচন। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেছেন, যুবরাই দেশের সকল উন্নয়নে একটি বিরাট ভূমিকা রাখতে পারে। কোন প্রলভোনে না পড়ে নৌকার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় মানে যুবলীগের উন্নয়ন। তাই সকলকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্য নিয়ে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি বেলাল হোসেন, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, বাসুপাড়া ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, কার্যকরী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, হাচেন আলী, ওমর আলী, আয়ুব আলী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহরমান রেজা, নারগীস বেগম, উপজেলা মহিলালীগের সভাপতি মরিয়ম বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক সোহাগ,প্রচার সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সদস্য সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদকরা হলেন বিদ্যুৎ কুমার, আব্দুল মতিন, কায়দা আজম সবুজ, সাহাদত, রিকো, জালাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন বেগম, বিভিন্ন ইউনিয়নের যুবলীগ সভাপতি নাসির উদ্দীন, টুটুল,আমিনুল ইসলাম, সাজ্জাদ, ইমন, মাহাবুর রহমান মিঠু, উপাজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন. সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়