শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদোর পিন্ডি বুধোর ঘারে

বরিশাল প্রতিনিধি : নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে নির্বাচনী এলাকায় ঢুকতে না পেরে এবার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত এক প্রার্থী। সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপন ইসির কাছে নির্বাচনকালীন সময়ে নিজের নিরাপত্তা চেয়ে বলেছেন, তাকে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি-যে প্রার্থী নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেই প্রার্থী কিভাবে নির্বাচনী এলাকার দুই উপজেলার তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তা দিবে। মঙ্গলবার দিনভর বিষয়টি নিয়ে খোঁদ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি উদোর পিন্ডি বুধোর ঘারে চাঁপিয়ে এক সময়ের বাম নেতা জহির উদ্দিন স্বপনের এটা নির্বাচনী কৌশল বলে মন্তব্য করেছেন।

এ আসনে বিএনপির দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপন। এরমধ্যে বিগত ওয়ান ইলেভেনের সময় প্রভাবশালী সংস্কারপন্থি হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে জহির উদ্দিন স্বপন নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচনী এলাকায় ঢুকতে পারছেন না। একাধিকবার দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পুলিশ পাহারায় তাকে (স্বপন) নিজ নির্বাচনী এলাকা ছাড়তে হয়েছে।

অপর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ওয়ান ইলেভেন থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে রয়েছেন। এজন্য তাকে (আব্দুস সোবহান) একাধিকবার হামলার স্বীকার ও সাতটি রাজনৈতিক মামলার আসামি হয়ে কারাভোগ করতে হয়েছে। তার পরেও তিনি রাজনৈতিক মাঠ ছাড়েননি।

দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি (সোবহান) নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার আগৈলঝাড়া ও গৌরনদীতে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিলেও দলের অপর মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন নিজ দলের নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণায় এলাকায় ঢুকতে না পেরে বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্র কমিটি গঠণের জন্য নির্বাচনী প্রস্তুতি সভা অব্যাহত রাখলেও এখনও নির্বাচনী এলাকায় ঢুকতে পারেননি অপর প্রার্থী জহির উদ্দিন স্বপন।

নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে নির্বাচনী এলাকায় ঢুকতে না পারলেও জহির উদ্দিন স্বপনের দাবি, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান বিভিন্ন সভা সমাবেশে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রকাশ্য হুমকি প্রদান করে চলেছেন। ফলে সোমবার প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে সাক্ষাত করে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়