শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরিত্রি’র আত্মহত্যা; তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

তরিকুল ইসলাম সুমন : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রনালয় এবং স্কুল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও ভিকারুননিসার ‘শৃঙ্খলা’ খতিয়ে দেখতে এক সদস্যের অপর একটি তদন্ত কমিটি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রণালয় নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজির আহমদ। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গভর্নিং বডির সদস্য আতাউর রহমাকে আহ্বায়ক করে স্কুল কর্তৃপক্ষের করা তিন সদস্যের কমিটির অন্যসদরা হলেন- খুরশিদ জাহান ও ফেরদৌসী জাহান। এ কমিটিও আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

ঢাকা বোর্ডের স্কুল পরিদর্শক প্রীতিশ কুমার সরকারকে নিয়ে এক সদস্যের কমিটিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি জানান, এ ঘটনার মূল রহস্য জানতে ঢাকা বোর্ডের দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় কমিটি গঠন করেছে। কমিটির একমাত্র সদস্য ইতোমধ্যে স্কুল পরিদর্শন করে শৃঙ্খলা বিষয়ে তদন্ত করে দুই-এক দিনের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন দেবেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে শান্তি নগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রির বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রির বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল অরিত্রির সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনায় সে আত্মহত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়