Skip to main content

গফরগাঁওয়ের তিন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজহারুল হক, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রথমে উপজেলা চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের সাথে মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে বিরোধী মত বিনিময় করেন গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান। পরে একই ইউনিয়নের চরকামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফ ফরাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনেও একই বিষয়ে মতবিনিময় সভা করেন ওসি আহাদ খান। এ সময় সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।