শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০০ ওয়ানডে খেলার মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার তাদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পালা। যার প্রথমটি গড়াবে ৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

ইনজুরির কারণে এই সিরিজে খেলা নিয়ে শঙ্কায় ছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে সিরিজ খেলা নিশ্চিত করেছেন তিনি। সিরিজে খেলতে নামার আগে অনন্য এক মাইলফলকের সামনে ক্যাপ্টেন। প্রথম ম্যাচে খেলতে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন ম্যাশ।

বাংলাদেশ ক্রিকেটের জিয়নকাঠি মাশরাফি টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন বহুদিন। এখনও ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে নিজের অবসরের ঘোষণা দেননি। তবে ২০১৭ সালে অবসর নিয়েছেন টি- টোয়েন্টি থেকে। এখন শুধু খেলছেন ওয়ানডে। ইতিমধ্যে ১৯৯টি সীমিত ওভারের ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামলেই প্রত্যাশিত মাইলফলক ছুঁয়ে ফেলবেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফির বর্তমান বয়স ৩৫ বছর। ২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যায়ে এসেছেন তিনি। দীর্ঘসময় যুদ্ধ করতে হয়েছে ইনজুরির সঙ্গে। এর মধ্যে ১৯৯ ম্যাচে ৪.৮২ ইকোনমিতে ২৫২ উইকেট নিয়েছেন তিনি। দেশের হয়ে ওয়ানডেতে এখন সর্বোচ্চ উইকেট শিকারের (২৫১) রেকর্ড এটি। এ পথে ৫ উইকেট পেয়েছেন একবার, ৪ উইকেট রয়েছে সাতবার এবং সেরা বোলিং ফিগার ২৬/৬।

১৯৯ ওয়ানডে খেলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে মাশরাফি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ১৯৫টি ওয়ানডে ম্যাচ। ১৯২ ওয়ানডে খেলে তৃতীয় সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়