শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ইতিহাসে ১ম নারী সহকারী প্রক্টর নিয়োগ

বিবার্তা২৪.নেট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো কোন নারীকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলামকে এ পদে নিয়োগ দেন। আর এদিনই তিনি তাঁর কাজে যোগ দেন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম নারী সহকারী প্রক্টর হওয়ার অনুভূতি জানাতে চাইলে সীমা ইসলাম বলেন, ‌‌‌‌‘আজকে উপাচার্য স্যার আমাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। আর আমি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম কোন নারী প্রক্টর। আর এটা আমার কাছে আনন্দের চেয়ে দায়িত্বের বিষয়।’

সীমা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক সময় তাদের সমস্যার কথা পুরুষ প্রক্টরদের কাছে বলতে অনীহা প্রকাশ করে। আর একারণে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আশা করি, এখন ছাত্রীদের সেই অনীহা আর থাকবে না। তারা অনায়াসেই সবকিছু বলতে পারবেন। আর এ সুযোগ করে দেয়ার জন্য উপাচার্য স্যারকে অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি।’

নারী প্রক্টর নিয়োগ দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ছাত্রীদের কথা মাথায় রেখে নারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও আজকের পূর্ব পর্যন্ত কোন নারীকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়নি। অবশেষে আজকে সীমা ইসলাম প্রথমবারের মতো সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়