শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫১ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষভাবে আপিল নিষ্পত্তি করা হবে: ইসি মাহবুব

সাইদ রিপন: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে আগ্রহীদের আপিল নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা হবে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্ত্বরে আপিল নেওয়া বুথ পরিদর্শন করতে এসে তিনি বলেন, যারা আপিল করেছেন তাদের আপিল আইনানুগ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা হবে।

অাপিলে প্রার্থীরা ন্যায়বিচার পাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আসলে আপেক্ষিক বিষয়। এটা একেক জনের কাছে একেক রকম। তবে সকল প্রার্থীর যুক্তি তর্ক শুনেই আপিলের সিদ্ধান্ত দেবে কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়নপ্রত্যাশীরা দ্বিতীয় দিনের মত অাপিল করছেন।

আপিল গ্রহণের দ্বিতীয় দিনে আপিল গ্রহণের জন্য ৮টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিরা কমিশন চত্ত্বরের বুথে আপিল দায়ের করছেন।

এর আগে গতকাল সোমবার সারাদিনে আপিল করেন ৮৪ জন। আগামীকাল বুধবার আপিল কার্যক্রম শেষ করে ইসি বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আপিলগুলোর শুনানি করবে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সারা দেশে ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাচাইয়ে সারাদেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বিএনপির ১৪১ প্রার্থী এবং আওয়ামী লীগের ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফিসল অনুযায়ী, একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়