Skip to main content

চীনের সাথে সম্ভাব্য বাণিজ্যচুক্তিতে মার্কিন কৃষকদের উদ্বেগ

আব্দুর রাজ্জাক: চীনের সাথে সম্ভাব্য বাণিজ্যচুক্তিতে মার্কিন কৃষকদের সবচেয়ে বেশি লাভবান হওয়ার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপর দিকে বাণিজ্যযুদ্ধ বন্ধের খবরে কৃষকদের মধ্যে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন কৃষকরা লাভবান হওয়ার চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই যেন বেশি দেখছেন। ইয়ন

ঠিক কবে নাগাদ চীন মার্কিন কৃষিপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে তার কোন সময়সীমা যেমন জানানো হয়নি তেমনি কতভাগ শুল্ক প্রত্যাাহার করা হবে তাও পরিস্কার নয়। তাই বাস্তব অর্থে কৃষিপণ্য আমদানির নতুন চুক্তি না করা পর্যন্ত মার্কিন কৃষকরা উদ্বেগ মুক্ত হতে পারছেনা বলে জানান দেশটির প্রধান বাণিজ্য বিশেষজ্ঞ ডেভিড সামনসেন।

বাণিজ্য যুদ্ধাবসানের শুরুতে চীন মার্কিন কৃষিপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করবে যা তাদের পণ্যগুলোর বিক্রি বৃদ্ধি করবে বলে ট্রাম্প সোমবার এক টুইট বার্তায় জানান। ইতোমধ্যেই চীনের শুল্কারোপের কারণে মার্কিন কৃষিপণ্য রপ্তানি হ্রাস পেয়ে ৩লাখ ৩৯ হাজার টনে নেমে গেছে যা গত সেপ্টেম্বরের আগেও ছিল ১ কোটি ৫০লাখ টন। চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন জাতীয় কৃষি পণ্য বেশি আমদানি করে যার জন্য বেইজিং ইতোধ্যেই ভারতকে নতুন উৎস ঘোষণা দিয়েছে।

অন্যান্য সংবাদ