শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পংকজ দেবনাথ ও মাহীর মনোনয়ন বাতিল চাইল বিএনপি প্রার্থী

মহসীন কবির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী পংকজ দেবনাথের ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর মনোনয়ন বাতিল চাইল বিএনপি প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী পংকজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন ওই আসনের বিএনপি প্রার্থী মেজবাউদ্দিন ফরহাদ।

সোমবার (৩ ডিসেম্বর) পংকজ দেবনাথের মনোনয়ন বাতিল চেয়ে বরিশালের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। এসময় তিনি অভিযোগ করেন, ঢাকার বিশেষ জজ আদালতে একটি দুর্নীতি মামলায় (নং-২/২০০৭ইং) পংকজ দেবনাথের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। সে তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। আবেদনের সঙ্গে পংকজ দেবনাথের দণ্ডপ্রাপ্ত হওয়ার তথ্যপ্রমাণও তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বলে দাবি করেছেন।

এদিকে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর মনোনয়নের বৈধতা নিয়ে রহস্য তৈরি হয়েছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সোয়া ১ কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ থাকার পরও তার মনোনয়ন বৈধতা পেয়েছে! মনোনয়নপত্র যাচাই বাছাইকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সামনে সশরীরে উপস্থিত হয়ে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঋণ আদায় না হওয়া সংক্রান্ত অভিযোগ তুলে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিলেন। তার আগে বাংলাদেশ ব্যাংককেও লিখিতভাবে তারা তাদের আপত্তির কথা জানান। কিন্তু রহস্যজনক কারণে এসব অভিযোগ-আপত্তি আমলে নেয়া হয়নি। বরং আর্থিক প্রতিষ্ঠানটির ঋণ ফেরৎ না পাওয়ার অভিযোগ আমলে না নিয়েই মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারা তথা যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী মাহী বি. চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়