শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্ট বেশ নাজুক অবস্থায় আছে : মহিউদ্দিন আহমদ

আশিক রহমান : জাতীয় ঐক্যফ্রন্ট এখন বেশ নাজুক অবস্থায় আছে বলে মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের সম্ভাবনা আমি দেখছি না। তবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কিছু সংকট দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বিএনপি তথা ঐক্যফ্রন্টে। চূড়ান্ত প্রার্থী প্রকাশ করতে গিয়ে সমস্যায় পড়তে পারে ঐক্যফ্রন্ট। এই সংকট বা সমস্যা কীভাবে তারা সামলাবে বা সামলাতে পারবে কিনা দেখার বিষয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো চূড়ান্ত তালিকা প্রকাশের পর বোঝা যাবে কি হয়। কিন্তু এখন এটুকু বলা যায়, রাজনৈতিক পরিবেশ ভালো। শান্ত। সবার জন্যই তা স্বস্তিদায়ক।

এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমদ বলেন, বিএনপি বা ঐক্যফ্রন্ট আগে থেকেই অনুমান করেছিলো তাদের প্রার্থীদের অনেকের মনোনয়ন বাতিল হতে পারে। এজন্য তারা বিভিন্ন বিকল্প রেখেছিলো। কারণ তারা নিজেরাই জানে কি কারণে তাদের মনোনয়ন বাতিল হতে পারে। নিজেরাই জানে তাদের অনেকেই ঋণ খেলাপি। নিম্ন আদালতে দ-িত। ফলে তারা অপশনটা রেখে দিয়েছিলো যাতে বিকল্প থাকে।

তিনি বলেন, তুলনামূলকভাবে আওয়ামী লীগের প্রস্তুতি অনেক ভালো ছিলো, ফলে তাদের প্রার্থিতা বাতিল খুব কম হয়েছে। হয়তো তারা ঠিকঠাক মতো কাজগুলো করতে পেরেছে। এখন সময় খুব বেশি নেই। এই সময়ের মধ্যে বিএনপি প্রস্তুতি নিয়ে বাকি কাজগুলো করতে পারবে তা দেখার বিষয়। চূড়ান্ত তালিকা প্রকাশ করতে গিয়ে তারা নানামুখী সমস্যা পড়তে পারে। কেননা অনেক আসনেই তাদের একাধিক প্রার্থী রয়েছে। শরিকদের সঙ্গে ভাগাভাগির ব্যাপারটিও রয়েছে। এটা তারা সামলে উঠতে পারবে কিনা, কতোটুকু পারবে এই অল্প সময়ের মধ্যে সেটি দেখার বিষয়। সবদিক বিচার করে বলবো যে, ঐক্যফ্রন্ট এখনো নাজুক অবস্থায় আছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিএনপিকে ছেড়ে যাবে না। কারণ বিএনপি তাদের জন্য বিশ্বস্ত সঙ্গী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়