শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম: চট্টগ্রামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত হলেন,পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল উদ্দিন (৩৫)। এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানাগেছে। সোমবার রাত ১০ দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের আলাউদ্দিন দফাদারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, গুরতর আহত অবস্থায় জামাল উদ্দিন নামের একজনকে জরুলি অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানাগেছে, নির্বাচনের বৈঠক নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন জামালকে এলোপাতারি ভাবে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন গুরতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল উদ্দিন নামের একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্ঠা চলছে বলে তিনি জানান। এদিকে ঘটনার পর চমেক হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব। তারা হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও শান্তির দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়