শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যৈবতি কন্যার মন’চলচ্চিত্রে প্রথমবার ইমতু রাতিশ

আবু সুফিয়ান রতন : নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতি কন্যার মন’ ছবিতে প্রথম কাজ করেন ইমতু রাতিশ। সরকারি অনুদানের ওই ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। ছবির তিন লট শুটিং করেছিলেন ইমতু। এখনও আলোর মুখ দেখেনি। ইমতুর আশা আগামী বছরে ছবির কাজ শেষ হবে, মুক্তিও হবে।

তার আগে আরেকটি নতুন ছবিতে কাজ করছেন জনপ্রিয় এই উপস্থাপক কাম মডেল-অভিনেতা। এবার সরকারি অনুদান নয়, পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি করছেন ইমতু রাতিশ। ইমতু অভিনীত এই ছবির নাম আবার বসন্ত। পরিচালনা করছেন অনন্য মামুন, নির্মিত হচ্ছে ট্যাম মাল্টিমিডিয়ার ব্যানারে।

আজ (৩ ডিসেম্বর) থেকে ঢাকার উত্তরায় এর শুটিং করছেন ইমতু।

ইমতু রাতিশ বলেন, একবারেই বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমবার কাজ করছি। পারিবারিক গল্পের ছবি আবার বসন্ত। যেখানে তারিক আনাম আমার বাবা। শেষ বয়সে এসে তিনি আবার নতুন করে জীবন সাজাতে চান। এ নিয়ে পরিবারিক টানাপড়েন দেখা যায়। এক পর্যায়ে পরিবার ও বাবাকে ফিরিতে আনতে লোহমর্ষক ঘটনা ঘটে যায়। দিনশেষে মানুষের পরিবারটাই আসল, এটাই এ ছবির মূল উপজীব্য।

ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া, করবী মিজান, মুকিত জাকারিয়া, নুসরাত পাপিয়া প্রমুখ। প্রথমদিনের শুটিংয়ে ছিলেন সবাই।

প্রথম লটে টানা ১০ দিন শুটিং হবে ছবিটির, দ্বিতীয় লটের কাজ হবে নেপালে।

নির্মাতা অনন্য মামুন জানান, ভালো ছবি নির্মাণের জন্য স্টার লাগে না, গল্পটাই আসল। এবার গল্পের শক্তি নিয়েই কাজ করতে যাচ্ছি। আর গল্পের দাবিতে অসাধারণ কয়েকজন ভালো অভিনয়শিল্পীকে সঙ্গে পেয়েছি। আশা করছি ভালো কিছু হবে। ইচ্ছে আছে, ৮ ফেব্রুয়ারি ”আবার বসন্ত’ মুক্তি দেব।

ইমতু রাতিশ অভিনীত ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ প্রচার হচ্ছে। আরেক ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’র শুটিং শেষ হয়েছে কদিন আগে। আপাতত তার মনোযোগ এখন ‘আবার বসন্ত’ নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়