শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবাজ ক্ষমতায় গেলে জনগণের কোনো কাজে আসবে না : জিনাত হুদা

খায়রুল আলম : প্রচলিত নিয়ম অনুযায়ী যাদের বিভিন্ন সমস্যা আছে, সে সকল প্রার্থী নির্বাচন থেকে বাদ পড়বেন এটিই নিয়ম। এ প্রতিবেদকের সাথে আলাপকালে এমনটি বলেন ঢাকা বিশ্ববিদ্যালরে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা।

তিনি বলেন, নির্বাচন কোনো দলের সুবিধা মতো হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের নিয়মনীতি অনুযায়ী। দুর্নীতিবাজ, চোরাকারবারী, বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের মনোনয়ন দিলেতো হবে না। আর মনোনয়ন দিলেও নির্বাচন কমিশন থেকে অবশ্যই তাদের মনোনয়ন বাতিল হবে। অপরাধমূলক কোনো কাজের জন্য কোনো প্রার্থী বাদ পড়লে তার দায় কেউ নেবেন না। তাই প্রার্থী মনোনয়ন দেয়ার আগে অবশ্যই ভালো লোককে দেয়া উচিত। না হলে নির্বাচন কমিশন থেকে তাদের মনোনয়ন বাতিল হলে, তার দায় নিতে হবে সেই প্রার্থীকে, তার দলকে। এখানে কাউকে দোষারোপ করা যাবে না। নিজেদের প্রার্থী স্বচ্ছ কি-না এটি আগে যাছাই-বাছাই করে নিতে হবে। ভালো প্রার্থীকে মনোনয়ন দিলে তারা বাদ পরবেন না। ছোট-খাটো বিষয় নিয়ে যারা বাদ পড়েছেন আমি আশা করি তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বড় ধরনের সমস্যার কারণে যারা বাদ পড়েছেন, তাদের আর কেনোভাবে মনোনয়ন দেয়া উচিত নয়। ভালো প্রার্থী মনোনয়ন পেয়ে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে। ভালো প্রার্থী নির্বাচনে জয়ী হলে জনগণের জন্য ভালো কাজ করবেন। আর যারা দুর্নীতিবাজ, অপরাধী তারা নির্বাচনে সমস্যা ঘটাবে। পাস করতে পারলেও জনগণের কোনো কাজে আসবে না।  কারণ তাদের কোনো নীতি থাকে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়