শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করছে : জুনায়েদ আহমেদ হালিম

আমিরুল ইসলাম : একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে এখন পর্যন্ত মূলধারার গণমাধ্যমগুলো নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারপারসন অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো, যেগুলো সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য বলে বিবেচ্য, নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত দলগুলোর খবরাখবর প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তারা খুব বেশি পক্ষপাতিত্বের চেষ্টা করছে না। এটা নির্ভর করে কোন গণমাধ্যমের পলিসি কি, তারা কোন রাজনৈতিক মতাদর্শকে প্রচার করতে চায়। মূলধারার গণমাধ্যমগুলো বর্তমানে যে ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও এটা ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একটা অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার ক্ষেত্রে গণমাধ্যম সব সময় বড় ভূমিকা পালন করে। গণমাধ্যম দ্বারা যেহেতু মানুষ নানাভাবে প্রভাবিত হয় সেহেতু নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়টি ধরে রাখতে পারলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে চাপে রেখে কেউ খবর প্রকাশ বন্ধ করতে পারবে না। এখন প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। যার কারণে খবরগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা এখন একটা বড় বাস্তবতা বলে জানান এই শিক্ষাবিদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়