শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠুনকো কারণে মনোনয়ন বাতিল : মোয়াজ্জেম হোসেন

সাজিয়া আক্তার : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খুবই ঠুনকো কারণে অনেক জায়গায় মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি থেকে ১০৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মানিকগঞ্জের কয়েকটি আসনে বিএনপির প্রত্যয়নকারী যাদের সাক্ষর দিয়েছেন এটা নিয়ে জেলা রিটার্নিং অফিসার সন্দেহ প্রকাশ করেছেন।

যমুনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশোতে তিনি আরো বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং অফিসারের সাথে টেলিফোনে বলেছেন এই সাক্ষর আমি করেছি। বিএনপির প্রতিনিধি নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে বলেছেন, এই সাক্ষর সঠিক, তার পরেও তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অনলাইনে নিজের হাতে সাক্ষর দেয়া যায় না। এবার অনলাইনে মনোনয়ন জমা দেয়ার সুযোগ ছিলো। সেই কাজটি যদি বিএনপির প্রার্থীরা করতো তাহলে হয়তো ২৯৩টি মনোনয়নই বাতিল করে দিতো। হয়তো বলা হতো মির্জা আলমগীরের সাক্ষর না, আমরা এটা বিশ্বাস করি না।

ভাগ্য ভালো, বিএনপির প্রার্থীরা কেউ অনলাইনে মনোনয়ন জমা দেয়নি। মনোনয়ন বাতিলের ক্ষেত্রে প্রার্থীদের কোনো ভুলের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যিনি মনোনয়নপত্র প্রত্যয়ন করেছেন, এটা তার সাক্ষর নিয়ে রিটার্নিং অফিসার সন্দেহ করেছেন। রিটানিং অফিসারের অনেক ক্ষমতা, তাই উনি কোনটা বুঝিয়েছেন সেটা উনি নিজেই ভাল বলতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়