শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে হত্যার দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

হাসান মজুমদার বাবলু, সিদ্ধিরগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলের জাহাজের শ্রমিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে আদমজী ইপিজেড এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঘটনাটি ঘটে। নিহতের নাম জাহিদ সে পিরোজপুর জেলার চল্লিশা গ্রামের আমির আলীর ছেলে। হত্যাকান্ডের ২দিন পর পুলিশ আজ বিকেলে বন্দর এলকার আমিরাবাদ ডকইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদের সহকর্মী মামুন ও সোহেলের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপরাশেন) আজিজুল হক জানায়, জাহিদসহ তারা কয়েকজন এসও এলাকার তেলের ব্যবসায়ী ইকবালের মালিকানাধিন এস.এস. ইশান-২ নামক একটি লাইটার জাহাজে কাজ করতো। শনিবার রাতে জাহিদের বন্ধু মাইনুদ্দিন ওই জাহাজে আসে তাদের সাথে দেখা করার জন্য। এসময় মাইনুদ্দিন জাহিদ, মামুন এবং সোহেলকে নিয়ে চটপটি খাওয়ার কথা বলে নৌকা নিয়ে আদমজী বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় মাইনুদ্দিনের সাথে অপরিচিত আরো ৩জন লোক ছিলো।

তিনি জানান, নৌকা ঘাটে না ভিড়িয়ে আদমজী ইপিজেডের দিকে নিয়ে যেতে থাকে মাইনুদ্দিন। এসময় ইপিজেড এলাকায় পৌছালে হঠাৎই মাইনুদ্দিন বড় এক ছুড়ি বের করে জাহিদের মাথায় আঘাত করতে থাকে। পরে দিয়ে তাকে দেহে আঘাত করতে থাকে মাইনুদ্দিন। এ দৃশ্য দেখে ভয়ে সোহেল নদীতে লাফ দেয়। এসময় মামুন লাফ দিতে গেলে মাইনুদ্দিনের সাথে থাকা লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে মারতে উদ্যোত হলে সে প্রাণ ভিক্ষা চায় বেচেঁ আসে। এসময় মাইনুদ্দিন তাদের বাড়ি থেকে বিকাশে টাকা নিয়ে এসে চলে যেতে বলে। আর এঘটনা কাউকে বললে তকেও মেরে ফেলার হুমকি দেয়। পরে সোহেল ও মামুন থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করে। বিকেলে জাহিদের লাশ উদ্ধারের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মাইনুদ্দিন রাজশাহী জেলার আবুল কাশেমের ছেলে।

এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়