Skip to main content

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় বিদ্যুস্পৃষ্টে নাছির হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় দক্ষিণের বনশ্রী জি ব্লকে এ দুর্ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। হাসপাতালে মৃত নাছিরের সহকর্মী মো. হোসেন জানান, ফরাজি ডেন্টাল হাসপাতালের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাছির। পরে তাতে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বেলা দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃত নাছির টাঙ্গাইলের ঘাটাইল থানার উওর খিলগাতি গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তিনি দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি অন্তরঙ্গ ডট কম নামক একটি প্রতিষ্ঠানে ফাইবার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।