শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া ইমার্জিং কাপে বাংলাদেশ দলের অভিভাবক পাইলট

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। দেশের ঘরোয়া ক্রিকেটে এবং বিপিএলে এই দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তবে বড় মঞ্চে এই দায়িত্ব পেয়েছেন এবার। স্বাভাবিকভাবেই বেশ আনন্দিত সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সোমবার দিন মিডিয়ার সামনে জানান,

'ম্যানেজার হিসেবে এটা আমার প্রথম সফর। এমন দায়িত্বে আমি আগে কাজ করিনি। ঘরোয়া ক্রিকেটে আমি কাজ করেছি। এছাড়া বিপিএলেও দলের ম্যানেজার হিসেবে কাজ করেছি। এটাই আমার প্রথম কাজ।'

উল্লেখ্য, ৬ই ডিসেম্বর অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের শুরুর দিকের ম্যাচগুলো অনুস্থিত হবে পাকিস্তানে। আসরের উদ্বোধনী দিনে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনুরধ-২৩ দল।

তার পরেরদিনই নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে সোহানরা। তারপরে একদিন বিরতি দিয়ে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ করাচিতে খেলবে বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং মোহর শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়