শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও চোটে নেইমার

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে বোর্দোর মাঠে ২-২ গোলে ড্র করেছে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে আবারও চোটে পড়েছেন ব্রাজিল তারকা নেইমার। পিএসজি কোচ থমাস টুখেল এরই মধ্যে জানিয়েছেন, আগামী বুধবার স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে থাকছেন না এই ব্রাজিলিয়ান।

বোর্দোর বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। তবে ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। যে কারণে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন এরিক।

নেইমারের চোট নিয়ে রোববারের ম্যাচের পরই কথা বলেন পিএসজি কোচ থমাস টুখেল। এই সময়ে সতর্ক থাকার কথা বললেন পিএসজি কোচ, ‘আমার মনে হচ্ছে এটা পুরনো ইনজুরি, তবে আমি এখনো দেখিনি। আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার। খেলার আগে অবশ্য ও বলেছে কোনো সমস্যা হবে না। আশা করি স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচের পর তাকে দলে পাবো।’

তবে চোটের অবস্থা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন পিএসজিতে নেইমারের সতীর্থ সিলভা। তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা চলছে। স্ক্যান করার পরই সবশেষ অবস্থা জানা যাবে, এরপর আমরা আপনাদের জানাবো। এখনো ডাক্তারও ইনজুরির অবস্থা জানাননি। তবে খুব শিগগিরই জানা যাবে।’

নেইমারের ইনজুরির এই ম্যাচে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে পিএসজি। তবে লিগের এবারের মৌসুমে এখনো হারেনি টুখেলের ছাত্ররা। এ নিয়ে ১৫ ম্যাচে ১৪টি জয় ও ১টি ড্র’য়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে আছে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়