শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকল্প ধারার এমপি প্রার্থী এইচ এম গোলাম রেজার সংবাদ সম্মেলন

ময়না, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনের বিকল্পধারার সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের জমি দখলসহ সরকারের উন্নয়ন বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক এমপি এইচ এম গোলাম রেজা শ্যামনগরে আইলায় ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মানের টাকা তার লোক দিয়ে হাইকোর্টে রিট করে বন্ধ করেন। এছাড়া তিনি শ্যামনগর উপজেলাকে পৌরসভা ঘোষণায় বাঁধাগ্রস্থ করেছেন তার দুই জন চেয়ারম্যানকে দিয়ে হাইকোর্টে রিট করে এবং মুক্তিযোদ্ধা গাজী আব্দুল বারেকের জমি দখল করে খাল খননসহ সরকারের উন্নয়ন বিরোধী বিভিন্ন কর্মকান্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলন এ সময় মুক্তিযোদ্ধারা সাবেক এমপি গোলাম রেজাকে মহাজোটের প্রার্থী না করার জন্য আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, জি এম ওসমান গনি, গাজী আব্দুল বারেক, আকবর হোসেন, নজরুল ইসলাম, মুজিবর রহমানসহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়