Skip to main content

বরিশাল-২ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাহাদ সুমন, বানারীপাড়া : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে যাচাই-বাছাইতে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে । ২ ডিসেম্বর বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম অজিয়র রহমানের কার্যালয়ে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাইতে বরিশাল-২ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারনে বালিত করা হয়। জানাগেছে এদের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা মৃত ভোটারদের সমর্থক হিসেবে দেখানোর কারনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শের-ই-বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু ও জাসদ (আম্বিয়া) নেতা অ্যাডভোকেট আনিসুজ্জামান ভুয়া ভোটারদের সমর্থক হিসেবে তাদের মনোনয়নপত্রে দেখানোর কারনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাপা মনোনীত প্রার্থী চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার বিদ্যুৎ বিল খেলাপীর কারনে মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম মিয়া তার মনোনয়নপত্রে নির্ধারিত সংখ্যক ভোটারের সর্মথন দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল হয়। এদিকে নির্বাচন থেকে ৬ জন প্রার্থী ছিটকে পড়ায় ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য এস শরফুদ্দীন আহমেদ সান্টু,সাবেক হুইপ বিএনপি নেতা সৈয়দ শাহিদুল হক জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নেছার উদ্দীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জহিরুল ইসলাম ও এনপিপির সাহেব আলী রনি।

অন্যান্য সংবাদ