শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

আনিসুর রহমান তপন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তেজগাঁওর কার্যালয়ে এই শেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছেন।

এর আগে গত ২৬ নভেম্বর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার ২০১তম বৈঠক হয়। ওই বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন ৩ ডিসেম্বর (সোমবার) মন্ত্রিসভার শেষ বৈঠক হবে।

মন্ত্রিসভার ওই সদস্য জানান, এবারের নির্বাচনে সব দলই অংশ নিচ্ছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচন হবে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবাইকে মাঠে গিয়ে ভোটারদের মন জয় করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এবার ভোটাররা শান্তিপূর্ণভাবে নিশ্চিন্তে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে। এ ব্যবস্থা থাকছে।

২০১৪'র ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। বিএনপি'র নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের সরকার পতন ও পদত্যাগের নানামূখি আন্দোলনের মাঝেও মহাজোট সরকার টানা দুই মেয়াদ অতিবাহিত করছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গোটা দেশে এখন নির্বাচনি পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়