শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাখতুনকে হটিয়ে টি-১০ লিগ শিরোপা অর্জন নর্দান ওয়ারিয়র্সের

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগের ফাইনালটা হয়েছিল একেবারে ফাইনালের মতই জমজমাট। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাখতুনের অধিনায়ক শহিদ আফ্রিদি। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই লেন্ডল সিমন্সের উইকেট হারিয়ে বসে নর্দান। ৪ বলে ৫ রান করেন তিনি। এরপর নিকোলাস পুরানও ১০ বলে ১৮ রান করে ফিরে যান।

এরপর ঝড় তোলেন রভম্যান পাওয়েল। ২৫ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। আন্দ্রে রাসেলের ঝড়টা ছিল আরও বিধ্বংসী। ১২ বলে ৩৮ রান করেন তিনি ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায়। ড্যারেন স্যামি অপরাজিত ছিলেন ৯ বলে ১৪ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে নর্দান ওয়ারির্স।

জবাব দিতে নেমে শুরুতেই ক্যামেরন দেলপোর্টের উইকেট হারায় পাখতুন। ৪ বলে ৩ রান করে আউট হন তিনি। আন্দ্রে ফ্লেচার ১৮ বলে ৩৭ রানের এক ঝড় তুলে দিয়ে আউট হয়ে যান। ২টি বাউন্ডারির সঙ্গে ছিল ৪টি ছক্কার মার। ১৬ বলে ২৬ রান করেন শফিকুল্লাহ। ৭ বলে ১৭ রান করে আউট হন শহিদ আফ্রিদি। লিয়াম ডসন এবং সোহেল খান করেন ১২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে পাখতুন থেমে যায় ১১৮ রানে। ফলে ২২ রানের জয় পায় নর্দান ওয়ারিয়র্স।

শেষ পর্যন্ত রবম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত পাখতুনের সামনে যে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে নর্দান ওয়ারিয়র্স, তা আর পার হতে পারেনি শহিদ আফ্রিদিরা। ফলে ২২ রানে পাখতুনকে হারিয়ে টি-টেন লিগের দ্বিতীয় আসরের শিরোপা জিতে নিয়েছে নর্দান ওয়ারিয়র্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়