শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:১০ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকুরিতে প্রতিবন্ধী কোটা হচ্ছে

সালেহ বিপ্লব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকুরিতে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য কোটা বহাল রাখার লক্ষে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কোটাপ্রথা বাতিল করেছি, এটা ঠিক। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও অনগ্রসর মানুষের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি।

২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সায়েদুল হক। অনুষ্ঠানে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এক হাতবিহীন এক শিশু প্রধানমন্ত্রীকে পায়ে-আঁকা ছবি উপহার দেয়। নৌকার এই ছবিটি উপহার পেয়ে প্রধানমন্ত্রী অভিভূত হন। উচ্ছাস প্রকাশ করে তিনি ওই শিল্পিকে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি ঈদ এবং বিভিন্ন উৎসবে প্রতিবন্ধীদের আকা ছাব দিয়ে কার্ড তৈরি করেন।

প্রতিবন্ধীদের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে পধনমন্ত্রী বলেন, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীরা অসামান্য সাফল্য দেখিয়েছে। তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকার সবধরনের সহায়তা দিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়