শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নির্বাচনকে সামনে রেখে ছাপাখানায় ব্যস্ততা

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের ছাপাখানাগুলো। এছাড়া মিছিল, সভা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় মাইক সরবরাহ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত করে নিচ্ছেন ব্যবসায়ীরা।

বন্দর নগরীর ছাপাখানাগুলো নির্বাচনী পোস্টার, স্টিকার, লিফলেট, ব্যানার তৈরির কাজে সরগরম হয়ে উঠেছে ছাপাখানাগুলো। গত নির্বাচনে অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ না নেয়ায় মন্দা ছিল ব্যবসায়। তবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করায় ভালো ব্যবসার প্রত্যাশা করছেন ছাপাখানা ব্যবসায়ীরা।

অন্যদিকে, নির্বাচনী প্রচারণা, মিছিল, সভা সমাবেশের অন্যতম অনুষঙ্গ মাইক। সেক্ষেত্রে মাইক পাড়া হিসেবে খ্যাত নগরীর আইস ফ্যাক্টরি রোড ও চকবাজার এলাকায় সব ধরনের প্রস্ততি নিয়েছেন মাইক ব্যবসায়ীরা।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ ছাপাখানা কিংবা মাইকের ব্যবসা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোহাম্মদ হাসানুজ্জামান (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম) বলেন, পোস্টার যারা ছাপাবেন সেক্ষেত্রে মাপের বিষয়টা আছে। ১৮ বাই ২০ ব্ল্যাক এন্ড হোয়াইট কালার, ইত্যাদি বিষয়গুলো তো অবশ্যই আছে।

চট্টগ্রামে রয়েছে শতাধিক ছাপাখানা ও ৪০ টির বেশি মাইক সার্ভিসের প্রতিষ্ঠান। আর সংসদীয় আসন রয়েছে ১৬টি। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়