শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি অনুপ্রবেশের খবরে আসামে সতর্কতা, সীমান্তে রেড অ্যালার্ট

সমকাল : জঙ্গি অনুপ্রবেশের খবরে ভারতের আসাম রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। তল্লাশি শুরু হয়েছে আসামের বরপেটায়। মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

কলকাতার ২৪ ঘণ্টার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোয়েন্দা সূত্রের খবর, জেএমবির ১৫ জঙ্গির একটি দল আসামে ঢুকে পড়েছে। ওই দলে রয়েছে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিন। এ বিষয়ে ভারতকে সতর্ক করেছে বাংলাদেশ সরকার। জঙ্গি দলটি আসামের ধুবড়ি হয়ে বরপেটায় পৌঁছে গা ঢাকা দিয়েছে বলেও খবরে বলা হয়।

জঙ্গি অনুপ্রবেশের খবর আসতেই বরপেটায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সতর্ক করা হয়েছে আসামের অন্য জেলাগুলোকেও। আসামের সতর্কতার আঁচ এসে পড়েছে মালদাতেও। এখানে বারত-বাংলাদেশ সীমান্তেও রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মালদায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হতে পারে আশঙ্কা করেই এই অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকেও। আসাম ও উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন মালদার ওপর দিয়ে যায়। ফলে তল্লাশি চালানো হচ্ছে আসাম থেকে আসা ওইসব ট্রেনেও।

প্রসঙ্গত, বর্ধমানে খাগরাগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তার মাস্টারমাইন্ড শাহনুর আলমকে বরপেটা থেকেই গ্রেফতার করা হয়েছিল। ফলে গোয়েন্দাদের নজরে রয়েছে এলাকাটি। পাশাপাশি ধুবড়ি থেকে বরপেটা এলাকাকে জঙ্গিদের একটি সেফ জোন বলেও মনে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়