শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদকর্মীদের নবম ওয়েজ বোর্ডের প্রস্তাবনা মন্ত্রিসভায় উঠছে আজ

আনিস তপন : সংবাদপত্র ও সংবাদ সংস্থার শ্রেণিবিন্যাস করে সংবাদপত্রের ৯ম মজুরি বোর্ডের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। প্রস্তাবে ৫টি শ্রেণিতে এ বিন্যাস করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হতে পারে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

৮ম সংবাদপত্র মজুরি বোর্ডে সংবাদপত্র ও সংবাদ সংস্থার শ্রেণি বিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক মোট গ্রস আয় ও প্রচার সংখ্যা ছাড়াও দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল ও দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করা হয়েছিলো। নবম ওয়েজবোর্ডের প্রস্তাবেও এতে দৈনিক পত্রিকার ক্ষেত্রে বার্ষিক মোট আয় ২৫ (পঁচিশ) কোটি টাকা ও তদূর্ধ্ব পরিমান এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ন্যুনতম ৫০ (পঞ্চাশ) হাজার ও তদূর্ধ্ব হলে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ন্যুনতম ২৫ (পঁচিশ) হাজার ও তদূর্ধ্ব হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানের বার্তা বিভাগে ন্যুনতম ৪০ (চল্লিশ) জন সাংবাদিক, প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যুনতম ৩০ (ত্রিশ) জন জনবল এবং ডিটিপি বিভাগসহ প্রেস বিভাগে ন্যুনতম ৩০ (ত্রিশ) জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যুনতম ১২ হলে তাকে ‘ক’ শ্রেণিভূক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি সংবাদ সংস্থার ক্ষেত্রে বার্ষিক মোট গ্রস আয় ১০ (দশ) কোটি টাকা ও তদূর্ধ্ব পরিমান অর্জিত হলে তাকেও ‘ক’ শ্রেণিভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

দৈনিক পত্রিকার ক্ষেত্রে বার্ষিক মোট গ্রস আয় ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু ২৫ (পঁচিশ) কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ২৫ (পঁচিশ) হাজারের ঊর্ধ্বে কিন্তু ৫০ (পঞ্চাশ) হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ১৫ (পনের) হাজারের ঊর্ধ্বে কিন্তু ২৫ (পঁচিশ) হাজারের নিচে হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে বার্তা বিভাগে ন্যুনতম ৩৫ (পঁয়ত্রিশ) জন সাংবাদিক, প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যুনতম ২৫ (পঁচিশ) জন জনবল এবং ডিটিপি বিভাগসহ প্রেস বিভাগে ন্যুনতম ২৫ (পঁচিশ) জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যুনতম ১২ হলে তাকে ‘খ’ শ্রেণিভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া সংবাদ সংস্থার ক্ষেত্রে বার্ষিক মোট গ্রস আয় ৫ (পাঁচ) কোটি টাকা কিন্তু ১০ (দশ) কোটি টাকার নিচে অর্জিত হলে তাকেও এই শ্রেণিতে অর্ন্তভূক্ত করার প্রস্তাব করা হয়েছে।

দৈনিক পত্রিকার ক্ষেত্রে বার্ষিক মোট গ্রস আয় ২ (দুই) কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু ১০ (দশ) কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ১৫ (পনের) হাজারের ঊর্ধ্বে কিন্তু ২৫ (পঁচিশ) হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ৫ (পাঁচ) হাজারের ঊর্ধ্বে কিন্তু ১৫ (পনের) হাজারের নিচে হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে বার্তা বিভাগে ন্যুনতম ২৫ (পঁচিশ) জন সাংবাদিক, প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যুনতম ২০ (বিশ) জন জনবল এবং ডিটিপি বিভাগসহ প্রেস বিভাগে ন্যুনতম ২০ (বিশ) জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যুনতম ৮ (আট) হলে তাকে ‘গ’ শ্রেণিভূক্ত করার কথা বলা হয়েছে।
দৈনিক পত্রিকার ক্ষেত্রে বার্ষিক মোট গ্রস আয় এক কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু ২ (দুই) কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ৭ (সাত) হাজারের ঊর্ধ্বে কিন্তু ১৫ (পনের) হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ২ (দুই) হাজারের ঊর্ধ্বে কিন্তু ৫ (পাঁচ) হাজারের নিচে হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে বার্তা বিভাগে ন্যুনতম ২০ (বিশ) জন সাংবাদিক, প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যুনতম ১৫ (পনের) জন জনবল এবং ডিটিপি বিভাগসহ প্রেস বিভাগে ন্যুনতম ১৫ (পনের) জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যুনতম ৮ (আট) হলে তাকে ‘ঘ’ শ্রেণিভূক্ত করার কথা বলা হয়েছে।

দৈনিক পত্রিকার ক্ষেত্রে বার্ষিক মোট গ্রস আয় এক কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ৭ (সাত) হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ২ (দুই) হাজারের নিচে হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে বার্তা বিভাগে ন্যুনতম ১৫ (পনের) জন সাংবাদিক, প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যুনতম ১০ (দশ) জন জনবল এবং ডিটিপি বিভাগসহ প্রেস বিভাগে ন্যুনতম ১০ (দশ) জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যুনতম ৪ (চার) হলে তাকে ‘ঙ’ শ্রেণিভূক্ত করার প্রস্তাব করা হয়েছে।

তবে প্রস্তাবে বলা হয়েছে, খ,গ,ঘ ও ঙ শ্রেণি সংবাদপত্রসমূহ যথাক্রমে ক,খ,গ,ঘ শ্রেণিতে উন্নীতকরণে কোনো বাধা থাকবে না। তাছাড়া সংবাদপত্র শ্রেণি বিভাগের ক্ষেত্রে পত্রিকার বার্ষিক গ্রস আয়, প্রচার সংখ্যা, জনবল, পত্রিকার পৃষ্ঠা সংখ্যা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ করা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংবাদপত্রের ক, খ, গ, ঘ, ও ঙ শ্রেণি নির্ধারণ করার কথা বলা হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়