শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে প্রার্থীদের মনোনয়ন বাতিল নিয়ে ইসিতে বিএনপির চিঠি

সাইদ রিপন: মানিকগঞ্জে সব কয়টি আসনে বিএনপির সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দিয়েছে দলটি। চিঠি থেকে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরের কোন মিল না থাকায় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে ইসিতে জমা দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। সাংবাদিকদের বিজন কান্তি বলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক মির্জা ফখরুল সাহেবের স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলেছেন। এজন্য আমাদের সব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি এবং মির্জা ফখরুলও কমিশনে যোগাযোগ করে বলেছেন, এটা তার স্বাক্ষর। যাতে এজন্য প্রার্থীদের হয়রানি না করা হয় এবং তাদের মনোনয়ন গ্রহণ করা হয়। আমরা সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যেহেতু কথা বলার আগেই ডিসি সাহেব মনোনয়ন বাতিল করেছেন এখন তার পক্ষে এটি গ্রহণ করার সুযোগ নেই।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। ৬৪ জেলায় কেউই প্রশ্ন তুললো না, মহাসচিব সাতশ’র বেশি চিঠিতে স্বাক্ষর করেছেন সেখানে একটু এদিক-সেদিক হতেই পারে। কনফার্ম করার পরও এটি বাতিল করা হলো। তারা এখন আপিল করবেন। আপিল হয়ত গৃহীতও হবে। কিন্তু এভাবে সারবত্তাহীন কারণে কারো মনোনয়ন বাতিল করবে তা মেনে নেয়া যায় না। নির্বাচন আইনেও বলা হয়েছে, এসব সারবত্তাহীন কোনো অভিযোগের কারণে বা কোনো কনফিউশনের কারণে কাউকে যেন নির্বাচনের প্রার্থিতা থেকে বঞ্চিত করা না হয়। মানিকগঞ্জের ডিসি কেন এমন আচরণ করলেন এটাই আমাদের প্রশ্ন। আমরা আশা করছি আপিলের মাধ্যমে তাদের মনোনয়ন গৃহীত হবে।

মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মানিকগঞ্জ জেলা প্রশাসক দলীয় মনোনয়নপত্রে আমার প্রদত্ত স্বাক্ষর গ্রহণ করছেন না। যা অনাকাক্সিক্ষত। আমি দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে মানিকগঞ্জ জেলার প্রতিটি আসনে যাদের দলীয় মনোনয়নপত্র দেয়া হয়েছে তারা আমরা সুপরিচিত এবং আমি নিজে তাদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছি। এ বিষয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আমার স্বাক্ষর গ্রহণ করার জন্য মানিকগঞ্জসহ সব জেলা প্রশাসককে তড়িত নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়