শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরার দুটি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

রক্সী খান, মাগুরা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে অসম্পন্ন মনোনয়ন ফরম জমা দেয়ায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে ৩ জন মাগুরা-১ আসনের ও ১ জন মাগুরা-২ আসনের। বাতিল হওয়া মাগুরা-১ আসনের প্রার্থীরা হচ্ছেন, গণফোরামের ডা. মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মাগুরা-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া খন্দকার মেহেদী আল মাসুদের মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবর তার সম্মেলন কক্ষে আজ রবিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফইজুল মোল্যা জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক নমুনা হিসেবে ১০টিস্বাক্ষর দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন করে ভোটারের নাম ঠিকানাসহ স্বাক্ষর যাচাই-বাছাইয়ের নির্দেশনা রয়েছে। সে অনুসারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সরজমিন তদন্তে একাধিক নামের তালিকায় গড়মিল ও স্বাক্ষর অস্বীকার করার সত্যতা পাওয়ায় এ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া অসম্পন্ন মনোনয়ন পত্র জমা দেয়ায় মাগুরা-১ ও ২ আসনের দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসন থেকে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার তা যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়