শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরে ৮৩ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

সুজন কৈরী : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর মাসে দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।

রোববার বিকেলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে, ১১ লাখ ৪৮ হাজার ৯৪পিস ইয়াবা, ৬ হাজার ৫২৪বোতল বিদেশী মদ, ৩৮৭ লিটার বাংলা মদ, ১ হাজার ১০৩ক্যান বিয়ার, ৩১ হাজার ৭১০ বোতল ফেনসিডিল, ৮৬৪ কেজি গাঁজা, ১ কেজি হেরোইন, ১ লাখ ৫হাজার ৪২৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ও ১২ হাজার ৫৮০টি নেশাজাতীয় ইনজেকশন ট্যাবলেট।

জব্দ চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ৭ কেজি ২শ’ গ্রাম স্বর্ণ, ৪ হাজার ৫০৫টি শাড়ি, ৯৪৭টি থ্রীপিস/শার্টপিস, ৪৪০ মিটার থান কাপড়, ২ হাজার ১৭৬টি তৈরী পোশাক, ১২টি পিকআপ, ৬টি সিএনজি চালিত অটোরিকশা, ৩৪টি মোটরসাইকেল, ৪ হাজার ১৫৬ ঘনফুট কাঠ ও ৭ হাজার ২১৩ কেজি চা পাতা।

এছাড়া এ সময়ে ১৫টি পিস্তল, ৭টি এয়ার পিস্তল, ১টি পাইপ গান, ৭৭ রাউন্ড গুলি, ১৭টি ম্যাগাজিন ও ৬ কেজি গান পাউডার উদ্ধারের জব্দ করা হয়েছে।

মোহসিন রেজা আরো জানান, অভিযানকালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৩২০জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ৮৫৪ কোটি ৪ লাখ ৮৬ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য উদ্ধারের পর জব্দ করেছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়