শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল সংখ্যক মাদকসহ ৫৭ জনকে আটক করেছে র‌্যাব-পুলিশ

সুজন কৈরী : রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যসহ ৫৭জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব।

ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ওবায়দুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫২ জনকে আটক করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে ৮১৪ টি ইয়াবা, ৬৩৮ গ্রাম ১শ’ পুরিয়া হেরোইন ও ১৬১ কেজি ৭৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি পৃথক মামলা করা হয়েছে।

ওবায়দুর রহমান আরো জানান, শনিবার রাতে মহাখালী কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় পৃথক অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজার চালান ও ১টি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে ডিএমপির ডিবি-উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। আটককৃতরা হলেন- মো. শাহ আলম (২৮), মো. রোকন মিয়া (২৯) ও মো. রুবেল (৩১)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তারা ট্রাকে গাঁজা এনে রাজধানী ও আশপাশে বিক্রি করে আসছে। এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

র‌্যাব-২ এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, রাজধানীর মতিঝিলের দিলকুশার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ৯হাজার ৩৯০পিস ইয়াবাসহ মো. রাকিব (২১) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রেফতার করে র‌্যাব-২। ইয়াবাগুলো তিনি তার শরীরে বিশেষ কায়দায় পলিথিনের কাগজে কালো স্কচটেপের সাহায্যে মোড়ানো অবস্থায় লুকিয়ে রেখেছিলেন। কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশলে ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।

এদিকে র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি বীনা রাণী দাস বলেন, শনিবার গভীর রাতে রাজধানীর বাড্ডার ১৪ নম্বর সড়কর ২৫৬ নম্বর বাড়ি থেকে ৫শ’ পিস ইয়াবাসহ মো. নিরব হাসান (৪৬) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়