শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের গৃহীত নানান পদক্ষেপের কারণে দেশের প্রবৃদ্ধি আজ উর্ধ্বমূখী

কান্তা রায় : আওয়ামী লীগ সরকারের পদক্ষেপেই দেশের রপ্তানি তিনগুণ হয়েছে। রপ্তানী বাড়াতে নীতিমালা প্রণয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নিয়েছে সরকার। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সফল হয়েছে শেখ হাসিনার সরকার। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে দেশের প্রবৃদ্ধি আজ উর্ধ্বমূখী। সরকার অর্থনীতিকে এগিয়ে নিতে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। সূত্র : বিটিভি

হোটেল সোনারগাঁওয়ে ২০১৫-২০১৬ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী, ২০১৫-২০১৬ অর্থবছরে দেশের রপ্তানি খাতে বিশেষ অবদান রাখায় ৫৬ টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ২৫ টি স্বর্ণ, ১৭ টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ পদক তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শিল্পায়ন অপরিহার্য তাই বাংলাদেশকে এগিয়ে নিতে রপ্তানিযোগ্য পণ্য বাড়াতে হবে। এ লক্ষ্যে বিসিক শিল্প নগরীগুলোতেও যেন রপ্তানি যোগ্য পণ্য উৎপাদন করা যায় এবং দেশের অভ্যন্তরে বাজার সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর ব্যবস্থা করার পরামর্শও দেন তিনি।

শেখ হাসিনা আরো বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। সরকারের ধারাবাহিকতার কারণে দেশের বাণিজ্য বিদেশে নিয়ে যেতে সক্ষম হয়েছে ব্যবসায়ীরা।

জনশক্তিকে দেশের সবচেয়ে বড় মূলধন উল্লেখ করে যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারের নানামুখী পদক্ষেপের কারণেই দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

এসময় তিনি আরো বলেন, নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের বাজারকে বিদেশে নেয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে হবে। এসময় বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূতদের অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়