শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৯ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখ-লাখ গায়েবি মামলা হলে হাজারের তালিকা কেনো: হানিফ

জুয়েল খান : আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির নেতারা শুধু ঢালাওভাবে গায়েবি মামলার কথা বলছে। কারণ বিএনপি প্রধানমন্ত্রীর কাছে আসামিদের যে তালিকা দিয়েছে সেখানে মাত্র ১ হাজার জনের মতো নাম আছে। শনিবার রাতে একাত্তর টেলিভিশনের এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে কোনাভাবেই কাউকে হয়রানি করা হবে না। এই বিষয়ে বিএনপির নিশ্চিন্তে থাকা উচিত। তবে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় দুজন মনোনয়ন নিয়েছেন তারা তাদের মতো করে নির্বাচনী প্রচার-প্রচারণা করে বেড়াচ্ছেন এবং এতে কোনো ধরনের বাধা বিপত্তি নেই, কিন্তু বিএনপি শুধু ঢালাওভাবে সরকারের বিপক্ষে গায়েবি মামলার কথা বলে আসছে। নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেয়ার কাথা বলে আসছে।

তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার মামলা এবং জ্বালাও-পোড়াও কর্মকা-ের জন্য আগে যে মামলা করা হয়েছে সেই মামলায় হয়তো তাদের গ্রেফতার করা হচ্ছে। রাজনীতিক নেতারা কোনোভাবেই মানুষ মারতে পারে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়