শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি

মোঃ ইউসুফ আলী বাচ্চু : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন মহীউদ্দীন খান আলমগীরকে চাঁদপুর১ কচুয়া থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে কচুয়া উপজেলা সমিতি, ঢাকা।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং ২০০৮সালে স্বরাষ্ট্র মন্ত্রণায়ে দায়িত্ব পালন করেন ডঃ মহিউদ্দিন খান আলমগীর।

বক্তারা বলেন,মহীউদ্দীন খান আলমগীর ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সৈনিক ছিলেন । সে হিসেবে তাঁর নিজ উপজেলার জনগণকে মুক্তি যুদ্ধের চেতনা ও মুজিব আদর্শের সৈনিক হিসাবে শেখ হাসিনার সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন'
তিনি কচুয়া উপজেলা কে আধুনিকায়ন, উন্নত করণ ক‌রে‌ছে। দে‌শের উন্নায়‌নের ধারা অবহত রাখতে হলে চাঁদপুর এক আসন থে‌কে তাকে এককভাবে মনোনয়ন দিতে হবে।

বক্তারা বলেন, তার দীর্ঘ কর্ম ও রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও গণমানুষের নেতা হিসেবে স্বীকৃতি পে‌য়ে‌ছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করা হলে তিনি কচুয়া এলাকা বা‌সির ভালোবাসা ও ব্যাপক সমর্থনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারবেন।

এ সময় তারা জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া থেকে ডঃ মহিউদ্দিন খান আলমগীরকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণার জন্য শেখ হা‌সিনার প্রতি আবেদন জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়