Skip to main content

নতুন করে শুল্কারোপ না করতে জিনপিং-ট্রাম্প সম্মত

আব্দুর রাজ্জাক: শিল্পোন্নত দেশগুলোর বৃহত্তম জোট জি-২০ সম্মেলনে উল্লেখযোগ্য সফলতা হল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনার ইতিবাচক ইঙ্গিত। বাণিজ্যযুদ্ধ ঠেকাতে ওয়াশিংটন ও বেইজিং নতুন করে শুল্কারোপ না করার ব্যাপারে সম্মত হয়েছে বলে চীন জানিয়েছে। ইয়ন শনিবার জি-২০ সম্মেলনের এক ফাঁকে পূর্বপরিকল্পিত বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্যযুদ্ধে উত্তেজনা হ্রাস করতে উভয় দেশের নেতাদের বৈঠকটি ইতিবাচকভাবেই শেষ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ল্যারি কুডলো। তবে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা ব্যাখ্যা করা হয়নি। এদিকে দীর্ঘ দিনের বাণিজ্যযুদ্ধের সমাপ্তি টানতে আগামী ১ জানুয়ারি থেকে নতুন করে আর শুল্কারোপের ঘটনা ঘটবেনা বলে চীন জানিয়েছে। যদিও ১ জানুয়ারি থেকে চীনের প্রায় ২শ’ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক ১০ ভাগ থেকে বাড়িয়ে ২৫ ভাগ করা হবে বলে ট্রাম্প হুমকি দিয়ে রেখেছিলেন। ইতোমধ্যেই চীনের আড়াইশ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্কারোপ বহাল রয়েছে।

অন্যান্য সংবাদ