শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৪ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা সপু ও সাইফুল গ্রেফতার, মির্জা ফখরুলের উদ্বেগ

শাহানুজ্জামান টিটু ও সুজন কৈরী :  বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর রমনা এলাকার একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাদের গ্রেফতার করে ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোন।

জোনের এসি আতিকুল ইসলাম বলেন, সপুর বিরুদ্ধে মতিঝিল থানায় ৫০টি, পল্টন থানায় ১৭টিসহ রাজধানী বিভিন্ন থানায় মোট ৭২টি মামলা রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ শ্রীনগর থানার ২৬টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। তাদেরকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে যুবদল গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাটকে সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে অভিযোগ করেছে বিএনপি। তার কোন সন্ধান মেলেনি।

আর কারাবন্দি যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের বাসায় দফায় দফায় পুলিশের হানা দিয়েছে বলে তার স্ত্রী ডলি হাসান জানিয়েছেন।

মীর সরফত আলী সপু, সাইফুল ইসলাম পটুর গ্রেফতার এবং জসিম উদ্দিন বাট নিখোঁজ থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করতে বর্তমান শাসকগোষ্ঠী বেপরোয়া গতিতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের আটকের পর অস্বীকার করে যাচ্ছে। এই অস্বীকারের উদ্দেশ্যই হলো ৩০ ডিসেম্বরের নির্বাচনের প্রাক্কালে জনমনে ব্যাপক ত্রাস সৃষ্টি করা। সরকারের ভয়াবহ দু:শাসনে জর্জরিত মানুষ এবং বিরোধী নেতাকর্মীরা যাতে নির্বাচন বিমুখ হয়ে ভোটকেন্দ্রে যেতে সাহস না করে সেজন্যই এই নিষ্ঠুরতার পথ অনুসরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়