শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধাপরাধীর দায়ে দন্ডিত ব্যাক্তি ও পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ষোষণার দাবি

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর : “স্বাধীনতা বিরোধীদের ধ্বংস করো, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ো” শ্লোগান কে সামনে রেখে পিরোজপুর মুক্তিযুদ্ধ বিরোধী কোন রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীর দায়ে দন্ডিত স্বাধীনতা বিরোধী ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে জাতীয় সমাজতান্ত্রিক দণ (জাসদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে পিরোজপুর জেলা জাসদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাসদ সভাপতি চিত্ত্ব রঞ্জন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রেজাউল করিম মন্টু সিকদার, জাতীয় পার্টি (জেপি) জেলা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিউল ইসলাম আতিক সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা, নির্বাচন কমিশনের প্রতি মুক্তিযুদ্ধ বিরোধী কোন রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীর দায়ে দন্ডিত স্বাধীনতা বিরোধী ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষনার দাবি জানান।

উল্লেখ্য, যুদ্ধাপরাধে আজীবন কারাদণ্ডে দবিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী আসন্ন নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়