শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ১২:৫২ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিম্ন আদালতে ন্যায় বিচার পাইনি এজন্য উচ্চ আদালতে গিয়েছি : সাবিরা সুলতানা মুন্নি

শাহানুজ্জামান টিটু : সকল কাগজপত্র থাকা সত্বেও আমি নিম্ন আদালতে ন্যায় বিচার পাইনি তাই উচ্চ আদালতে আপিল করেছি। আমি মনে করি উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পাবো, দণ্ড স্থগিত হবে। যশোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি একথা বলেন। তিনি বলেন, আমার স্বামীর সূত্র সম্পদের মালিকানা পেয়েছি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে দল আমকে মনোনয়ন দিয়েছে। দল থেকে বলা হয়েছে আমরা বিরুদ্ধে দণ্ডাদেশ স্থগিত হলে চূড়ান্ত মনোনয়ন পাবো।

মুন্নি বলেন, নির্বাচনী মাঠ এখনো সমতল হয়নি। নিবার্চন কমিশন সে অবস্থা তৈরি করতে সক্ষম হয়নি। তফসিল ঘোষণার পরও আমাদের ওপর দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন হয়রানি বন্ধ হয়নি। আমরা যাতে নির্বাচন না করি বা নির্বাচন থেকে সরে দাঁড়ায় এজন্য সব ধরণের অপকৌশল সরকার নিয়েছে।

তিনি বলেন, সরকারি টাকা খরচ করে আওয়ামী লীগ নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে। কিন্তু আমরা, আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছি না। তাহলে কিভাবে নির্বাচন করবো?

শেষ পর্যন্ত ভোট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মুন্নি বলেন, এরআগে ভোট হয়েছে রাতে, দিনে হয়নি। ভোটের আগের দিন রাতে ব্যালেট বাক্স ভরে রাখা হয়েছে। কিন্তু এবার আমরা সেটা হতে দেবো না। ভোটের আগের দিন রাত থেকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের সর্ব শক্তি দিয়ে ভোট কেন্দ্রে পাহারা দেবো। আমরা এবার ভোট কেন্দ্র দখল প্রতিহত করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়