শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বরেকর্ড সাকিবদের পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ৫০৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯ রান তুলতেই প্রথম সারির পাঁচ-পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে বসল ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজের বলে পাঁচজনই আবার ফিরলেন সরাসরি বোল্ড হয়ে। তাতেই শনিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডবুকে নাম ওঠে গেছে বাংলাদেশের।

টেস্টের ইতিহাসে কোনো দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যান বোল্ড হওয়ার তৃতীয় ঘটনা এটি। তবে স্পিনে প্রতিপক্ষের প্রথম ৫ ব্যাটসম্যানকে বোল্ড করার ঘটনা এবারই প্রথম ঘটল।

প্রথমবার ১৮৭৯ সালে মেলবোর্নে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫ রানে ইল্যান্ডের প্রথম সারির ৫ ব্যাটসম্যান সরাসরি বোল্ড হয়েছিলেন। সর্বশেষ ঘটেছিল ১৮৯০ সালে ওভালে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ইনিংসে ৪৭ রানে অস্ট্রেলিয়ার প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়েছিল। ১২৮ বছর পর মিরপুরে অনন্য এই কীর্তিতে নাম লেখাল বাংলাদেশ। যার পুরো ভাগীদার সাকিব আর মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ওভারেই সাকিব সরাসরি বোল্ড করেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে। ষষ্ঠ ওভারে আঘাত হানেন মিরাজ। তিনি তুলে নেন কাইরন পাওয়েলকে। নবম ওভারের শেষ ডেলিভারিতে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন সুনিল আমব্রিস। ঠিক পরের ওভারেই রস্টন চেজকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ।

২০ রানে ৪ উইকেট খুইয়ে বসা ক্যারিবীয়রা স্কোরবোর্ডে আর ৯ রান যোগ করতেই হারায় তাদের পঞ্চম উইকেট। শাই হোপকে সরাসরি বোল্ড করে নিজের তৃতীয় সাফল্য পান মিরাজ। ততক্ষণে বিশ্বরেকর্ড হয়ে গেছে।
২৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়ে আরেকটি অর্জনে নাম লিখিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে কোনো দলের সবচেয়ে কম রানে ৫ উইকেট হারানো ঘটনা এটি। পূর্বের রেকর্ডটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৪৪ রানে ৫ উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়