Skip to main content

টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আমিন মুনশি : বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইসমাইল মন্ডল (৬৫)। বাড়ি মুন্সিগঞ্জে। আজ শনিবার সকালে ছেলে জাহিদ হাসানের সঙ্গে তিনি টঙ্গী এসেছিলেন। শনিবার ভোর থেকে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরে সংঘর্ষে রূপ নেয়। টঙ্গীতে ইজতেমা ময়দানের ১ নম্বর প্রবেশফটকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৫০ থেকে ৬০ জন আহত হন। সংঘর্ষে নিহত হওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আরিফ। নিহত ইসমাইলের ছেলে জাহিদ হাসান বলেন, তাঁর বাবা আলুর ব্যবসা করতেন। জাহিদ হাসানের সঙ্গে আজ সকালে তিনি টঙ্গী আসেন। তাঁর বাবা সাদপন্থী। সাদবিরোধীরা মাঠে অবস্থান করছিলেন। এ সময় সাদপন্থীরা মাঠে ঢোকার চেষ্টা করছিলেন। ধাক্কাধাক্কির সময় তাঁর বাবা সামনে ছিলেন। তাঁর মাথায় আঘাত লেগেছিল। সাদবিরোধীরা ধারালো কিছু দিয়ে আঘাত করেন তাঁকে। এদিকে, টঙ্গীর ইজতেমা মাঠ আধা ঘণ্টার মধ্যে খালি করা হবে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া ইজতেমা মাঠে কাউকে অবস্থান করতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর পক্ষ থেকে। এর আগে সকাল ১১ টার দিকে ইজতেমা মাঠের গেট ভেঙে প্রবেশ করে মাওলানা সাদ অনুসারীরা। এ সময় তারা ছাত্রদের মারধরও করে। এতে কমপক্ষে শতাধিক আহত হয় বলে জানা যায়। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য সংবাদ