শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে জামায়াতে ইসলামী নেই : মাসুদ তালুকদার

উল্লাস মূর্তজা : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন যেহেতু বাতিল হয়েছে, তাই দেশে আর কোনো জামায়াতে ইসলামী নেই। শুক্রবার ‘৭১ টিভি’র টকশোতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াত বিএনপিতে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে না। যারা ঐক্যজোটে ছিলো তারা ধানের শীষকে ঐক্যজোটের প্রতীক হিসেবে নির্বাচিত করেছে। জামায়াতে ইসলামী আন্তর্জাতিক সšা¿সী সংগঠন না দেশীয় সন্ত্রাসী সংগঠন এটার উত্তর দিতে পারে পুলিশ অথবা জামায়াতে ইসলামীর নেতারাই।

বহুদলীয় গণতন্ত্র যখন এদেশে চালু হয় তখন জামায়াতের মতো আরও অনেক দলের উদ্ভব হয়। এটা জিয়াউর রহমানের অবদান না অভিশাপ সেটা সময়ই বলবে। তিনি আরও বলেন, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন। আওয়ামী লীগের শক্তিশালী একটা কমিটি অভিযোগ করেছে নির্বাচন কমিশনে। কমিশন আনুষ্ঠানিকভাবে বলেছে, তারেক রহমানের দলীয় প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে কোনো বাধা নেই।

ইভিএম সম্পর্কে মাসুদ আহমেদ তালুকদার বলেন, যতক্ষণ ইভিএম সম্পর্কে মানুষের জ্ঞান না হবে, ততক্ষণ পর্যন্ত ইভিএম মানে ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন’কে মানুষ ভুতের মেশিন মনে করেই ভয় পাবে।

নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিকথন তাদের প্রতি অনাস্থা তৈরি করছে। নির্বাচন কমিশনের সচিবকে তার সীমাবদ্ধতা জানতে হবে। তাদের আচরণ দিয়ে প্রমাণ করতে হবে, তারা সম্পূর্ণ সরকারি প্রভাব মুক্ত। নিরপেক্ষ মানুষ এদেশে নেই, একটা ব্যক্তি যখন একটা গুরুত্বপূর্ণ আসনে বসে, তখন যেনো সে নিরপেক্ষ আচরণ করে। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষভাবে এই নির্বাচনের আয়োজন করুক। নির্বাচনে যারাই জয়লাভ করুক তারা যেনো জনগণের সরকার হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়