শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে রোহিঙ্গাদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার হিলডাইন সার্কিট হাউসে মতবিনিময় সভা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
কক্সবাজার হিলডাইন সার্কিট হাউসে মতবিনিময় সভা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ছবি: যুগান্তর
নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে কোনো পক্ষ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পাশাপাশি প্রশাসনকে সর্বোচ সতর্কতা অবলম্বন করে আগামী নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার হিলডাইন সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসনকে উদ্দেশ করে তিনি এই নির্দেশনা দেন।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট। কারণ এখনও পর্যন্ত এখানের চার আসনের কোনো প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো ধরনের অভিযোগ করেননি। আশা করি সামনেও কোনো সমস্যা হবে না। ফলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে মাহবুব তালুকদার কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়