শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদ্বন্দ্বি ও প্রতিযোগিতা মূলক চায় আওয়ামী লীগ

আহমেদ জাফর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা চাই প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগিতামূলক একটি নির্বাচন। ফ্রি এন্ড ফেয়ার এক্সেপ্টেবল সকল দলের অংশগ্রহণ সুন্দর ও সুস্থ একটি নির্বাচন।

বিএনপি একটি বড় দল । আমরা চাই তারা বিএনপি নির্বাচনে আসুক অংশগ্রহণ মূলক নির্বাচন হোক। তবে আমরা ২০১৪ সালের মত ভূয়া অভিযোগ চাই না।

শুক্রবার (৩০ নভেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,‌ ফ্রি এন্ড ফেয়ার এক্সেপ্টেবল সকল দলের অংশগ্রহণ সুন্দর ও সুস্থ একটি প্রতিদ্বন্দ্বি ও প্রতিযোগিতা মূলক নির্বাচন চাই। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু দেখে কারণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছেন না । সুন্দর ও সুস্থ্য পরিবেশ শুধু দিনটি দেখেনা বিএনপি।

বিএনপি একটি বড় দল । আমরা চাই তারা বিএনপি নির্বাচনে আসুক অংশগ্রহণ মূলক নির্বাচন হোক। তবে আমরা চায় না ২০১৪ সালের মত বিএনপি ভুয়া অভিযোগ করে নির্বাচন বয়কট করুক

বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিভিন্ন পন্থায় নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার জন্য অজুহাত খুজছে। তারা নির্বাচনকে বানচাল করতে চায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্রী এন্ড ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ টি সিটও পাবে না
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৮ সালে বিএনপি এমন কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে বিএনপি ৩০ সিট পাইনি। এবার সেই রকম অবস্থা হবে। এ কারণে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করছে পুলিশ বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন,
বিএনপি নয়াপল্টনে পুলিশের উপর হামলা করেছে সেই ফুটেজ স্পষ্ট আছে। প্রশাসন কাউকে অযথা গ্রেপ্তার করছে না, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, নির্বাচন পরিচালনা করার জন্য আমরা ১৫ টি নির্বাচন কমিটি করেছি এই কমিটি ভিন্ন ভিন্ন ভাবে নির্বাচন পরিচালনা করবে। একজন করে পরিচালক ও আহ্বান করা হয়েছে। এলাকা ভিত্তিক যার যার দায়িত্ব দেয়া হবে। সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং দায়িত্ব বন্টন হচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, মোস্তফা জব্বার , সাবের হোসেন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়