শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় রেলের জমি থেকে কেটে নেয়া গাছ জব্দ

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখার গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ের জায়গা থেকে কেটে নেয়া তিনটি গাছের কিছু অংশ জব্দ করেছে কুলাউড়া রেলওয়ে পুলিশ। অভিযোগ উঠেছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক উত্তর গাংকুল গ্রামের আশিক আহমদের নিকট গাছগুলো ২৫ হাজার টাকায় বিক্রি করেন।

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের জমিতে পুরনো দুইটি রেইনট্টি ও একটি মেহেগুনি গাছ ছিল। গাছগুলো কেটে নেয়ার গোপন অভিযোগে কুলাউড়া রেলওয়ে পুলিশের সেকেন্ড অফিসার সায়েম চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার জি.আর.পি পুলিশ অভিযান চালিয়ে উত্তর গাংকুল গ্রামের আসিক আহমদের বাড়ি থেকে কেটে নেওয়া গাছগুলোর কিছু টুকরো উদ্ধারের পর তা জব্দ করেন। আসিক আহমদের বাবা আছকর আলী জানান, তার ছেলে স্কুল কমিটির সভাপতি সায়দুর রহমান সাইদুল ও প্রধান শিক্ষক আব্দুল আলিমের নিকট থেকে ১০ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেছে। গাছগুলোর স্কুলের বলেই তারা বিক্রি করেছে। এগুলো রেলওয়ের জানলে তার ছেলে কিনত না।

এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সায়দুর রহমান সাইদুল ও প্রধান শিক্ষক আব্দুল আলিম গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে জানান, রেলওয়ের ভুমির গাছ তারা বিক্রি করতে যাবেন কেন। গাছগুলো কারা কেটে নিয়েছে তা জানেন না।
কুলাউড়া রেলওয়ে থানার সেকেন্ড অফিসার সায়েম চৌধুরী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ির সুত্র ধরে উত্তর গাংকুলের আসিক হোসেনের বাড়িতে কেটে নেওয়া গাছের অংশগুলি পান। পরে তা জব্দ করেন। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়