শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:১৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ ৩০ টির বেশি আসন পাবে না : ফখরুল

শিমুল : অবাধ সুষ্ঠ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,'আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের কথার আমি উত্তর দিতে চাই না। কারণ তিনি বেশি অবান্তর কথা বলেন। এসময় তিনি তার (কাদের) উদ্দেশ্যে বলেন,'সুষ্ঠু নির্বাচনটা দিন না! কে কত আসন পায়। সুষ্ঠু নির্বাচনে আমি আগেও বলেছি এখনও বলছি অবাধ সুষ্ঠু নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না।

শুক্রবার(৩০ ডিসেম্বর) বিকেল সোয়া ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,'অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে কিনা তা নির্ভর করবে নিরপেক্ষ নির্বাচনের উপর। অামরা বিগত ৭ বছর সংবিধান সংশোধনসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে অাসছি। অামরা অালোচনা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু তিনি কিছুই করেননি। সরকার কোন কর্ণপাত না করে তারা এক তরফা নির্বাচন করতে ও তাদের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। অামরা বারবার অভিযোগ করার পরও অামাদের নেতা কর্মীদের গ্রেফতার করেই চলেছে কোন ধরণের লেবেল প্লেইং ফিল্ড হয়নি।

বিএনপি মহাসচিব বলেন,'কোন গ্রেফতার হবে না প্রধান মন্ত্রী প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু নীলনকশা বাস্তবায়নে গ্রেফতার করেই চলেছেন। এভাবে নির্বাচনের মাঠে খারাপ পরিবেশ তৈরি হলে উদ্ধভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ফখরুল বলেন', ৮ তারিখে তফসিল ঘোষণার পর নারায়নগঞ্জের ২৫ জন, ঢাকা মহানগরে ৩৯৪ সহ, মানিকগঞ্জ ও বগুড়া ৫৩৭ জন। ২৬ তারিখে ৩ জন। অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই অবস্থায় কতটুকু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশনকে এখনও বলছি এসব বন্ধ করতে হবে তানা হলে নির্বাচনের পরিবেশ কি হবে তা অামরা বলতে পারছি না।

তিনি বলেন,'বিচার বিভাগকে তারা পুরোপুরিভাবে করায়াত্তো করে ফেলেছে। এই সরকারের অধিনে কোন নির্বাচন সম্ভব নয়। পুরো জাতিকে তারা সংঘাতে পরিণত করে ফেলেছে। তাই কোন ধরণের সংঘাত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্গন করছে অভিযোগ করে তিনি আরও বলেন, 'নির্বাচনে তারা ভয়পায় বলেই নীলনকশা বাস্তবায়নে সকল পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ,মির্জা আব্বাস, ড.আব্দুল মঈন খান,নজরুল ইসলাম খান,আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়