শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতের ত্রাণকর্তা ড. কামাল: হাছান মাহমুদ

ইউসুফ আলী বাচ্চু : বিএনপি-জামায়াতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন নীতিহীন ড. কামাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান বলেন, বিএনপি-জামায়াতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন নীতিহীন ড. কামাল হোসেন সাহেব, মাহমুদুর রহমান মান্না, আ স ম রব, কাদের সিদ্দিকীসহ অন্যান্যরা। তারা প্রথম থেকেই বলে আসছিলেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না। আর এখন তারাই ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে যাচ্ছেন এবং সেখানে জামায়াতকেও ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে। নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, যাদের এখন কোনো প্রতীক নাই সেই জামায়াতের ২৫ জনকে মনোনয়নের মাধ্যমে ধানের শীষ প্রতীক দিয়ে তাদেরকে নির্বাচনী বৈতরণী পার করার সুযোগ করে দিয়েছে বিএনপি।

হাছান মাহমুদ বলেন, অং সাং সুচি মানবতাবিরোধী অপরাধে যুক্ত হওয়ায় কানাডা তার নাগরিকত্ব বাতিল করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মাননা কেড়ে নিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান থেকে দেয়া সম্মাননা বাতিল করে দেয়া হয়েছে। সুতরাং আজকে যে সব মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে একই প্রতীকে নির্বাচন করছে, দেশের সমগ্র মুক্তিযোদ্ধাদের দাবি করা উচিৎ সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নেয়া। কারণ তারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে।

এ সময় শিক্ষকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসুন স্বাধীনতাবিরোধী, জঙ্গিগোষ্ঠী যারা রাজনীতির নামে মানুষ পুড়ায়, রাজনীতির নামে জনগণের সম্পত্তি পুড়ায় তাদের আগামী একাদশ সংসদ নির্বাচনে বর্জন করি এবং বাংলাদেশে তাদের রাজনীতির কবর রচনা করি।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, অভিনেতা ও শিক্ষাবিদ ড. ইনামুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়