শিরোনাম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৮, ১০:২০ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের সাইড স্ট্রেইনের ব্যাথা আর নেই

নিজস্ব প্রতিবেদক : উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্ট ম্যাচের লাঞ্চ বিরতিতে একাডেমি মাঠের নেটে ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল। মাঠ পেরিয়ে কিছু বল আছড়ে পড়ল শের-ই-বাংলা স্টেডিয়ামের পার্কিং এরিয়ায়। অল্পের জন্য ভাঙেনি গাড়ির কাঁচ। সাদা বলে এক ঘণ্টার নেট সেশন শেষে তামিম জানালেন, সাইড স্ট্রেইনের ব্যাথাটা আর নেই।

নেটে আগ্রাসী ব্যাটিং দেখেই আঁচ করা যাচ্ছিল তামিম এখন অনেকটাই ফিট। এগিয়ে এসে বল তুলে মেরেছেন বেশ কয়েকবার। স্বভাবসুলভ সব ধরণের শটই খেলেছেন অনায়াসে।

থ্রোয়ার হাতে তামিমকে বল ছুঁড়েছেন ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন। বল করেছেন মিরপুর টেস্টে টাইগারদের পঞ্চদশ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকার সুযোগ পাওয়া তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। আত্মবিশ্বাস বাড়াতে শনিবার তামিম নেটে খেলবেন পেসারদের।

মাঠ ছাড়ার আগে টেন্টে বসে থাকা নেট বোলারদের তামিম তৈরি থাকতে বললেন পরের দিনের জন্য, ‘আজ প্রথম ব্যাটিং করলাম, যে কারণে পেস খেলিনি। তবে কাল পেস খেলবো।’

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তামিম। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফেরার সম্ভাবনা জাগিয়েও ছিটকে যান সাইড স্ট্রেইনের চোট নিয়ে। অনুশীলনে সেই চোট পেয়েছিলেন।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু গেল রোববার সন্ধ্যায় স্ক্যান রিপোর্ট দেখার পর তাকে বিশ্রামের পরামর্শ দেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চার দিন বিশ্রামে থেকে আবারও ব্যাট ধরেছেন তামিম।

বাংলাদেশের সফলতম ওপেনার তামিমের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরা। তার আগে বিসিবি একাদশের হয়ে খেলতে চান ৬ ডিসেম্বরের প্রস্তুতি ম্যাচটি।

তামিমের ফেরার প্রক্রিয়া নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘তামিম এভাবেই আগাবে। ও ভালো অনুভব করলে ভালো। ওর ওপরই সব নির্ভর করছে। ও যদি মনে করে প্রস্তুতি ম্যাচ খেলবে তাহলে খেলবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়